খাগড়াছড়িতে নাশকতা ঠেকাতে গিয়ে মৃত্যু
আমার ছেলেটিকে অনেক কষ্টে লেখাপড়া করাচ্ছিলাম। নাশকতা ঠেকাতে সে স্বনির্ভর এলাকায় পাহারা দিতে বাড়ি থেকে বের হয়েছিল। বলে গেছে, “মা, দীঘিনালায় পাহাড়িদের দোকান পুড়িয়ে দিয়েছে। এখানেও দিতে পারে। তুমি ঘুমাও। আমি চলে আসব একটু পর।” আর এল না। আমার ছেলেটাকে গুলি করে মারল।’ খাগড়াছড়ি সদরের ধর্মপুর যুবরাজপাড়ার বাড়ির আঙিনায় বসে ছেলের কথা বলতে বলতে কেঁদে…