
ঋষভ পন্ত নেই; তো কী হয়েছে? তাঁর বদলি সঞ্জু স্যামসন ও ঈশান কিষান তো আছেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় জানিয়ে দেওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা নিতে প্রস্তুত অভিষেক শর্মা ও যশস্বী জয়সোয়াল। আবার তাঁদের বিকল্প হতে পারেন রুতুরাজ গায়কোয়াড়–সাই সুদর্শনরা। ভারতীয় ক্রিকেটের পাইপলাইন এতটাই শক্তিশালী।
বাংলাদেশ বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও পাইপলাইনের একটা পরীক্ষা করে দেখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই); নাজমুল–মোস্তাফিজ–রিশাদদের বিপক্ষে খেলাতে পারে দ্বিতীয় সারির দল।
বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর, শেষ ১২ অক্টোবর। এর ৩ দিন পর; অর্থাং ১৬ অক্টোবর থেকেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তাই টেস্ট দলে থাকা ক্রিকেটারদের বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাওয়া অনেকটা প্রত্যাশিতই।

কোহলি, রোহিত, রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিবেচনা করা হয় না। অর্থাৎ, টেস্ট দলের গুরুত্বপূর্ণ এই চার ক্রিকেটারই নিউজিল্যান্ড সিরিজের আগে বিশ্রাম পাচ্ছেন। বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে শুবমান গিলও খেলবেন না বলে কদিন আগে বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র।
Source: Prothom Alo