চেন্নাই থেকে দিল্লি হয়ে কানপুর—পুরো যাত্রাপথে ভারত সিরিজ কাভার করতে আসা বাংলাদেশের সাংবাদিকদের মাথায় ঘুরপাক খাচ্ছিল অখিল হিন্দু মহাসভার হুমকি। কানপুরে বাংলাদেশ–ভারত টেস্ট হতে দেবে না বলেছে সংগঠনটি।
গত পরশু গ্রিন পার্ক স্টেডিয়ামের রাস্তায় তাদের আগুন জ্বালিয়ে প্রতিবাদের খবর যাত্রাপথেই জেনেছেন অনেকে। শঙ্কাটা আরও বাড়ে কানপুরে পৌঁছানোর পর। আগে থেকে বুকিং করে রাখা হোটেলেও বাংলাদেশের পাসপোর্টধারী কাউকে রুম দিচ্ছিল না। বাধ্য হয়ে অনেকে কানপুরের মুসলিম মালিকানাধীন হোটেলে উঠেছেন।
সূএ: প্রথম আলো