
September 24, 2024


চলতি মাসেই বিশ্ববাজারে আসছে শাওমি মিক্স ফ্লিপ
চীনা ব্র্যান্ড শাওমির প্রথম ফ্লিপ ফোন মিক্স ফ্লিপ, যা গত জুলাইয়ে চীনের বাজারে উন্মুক্ত করা হয়। বেশকিছু সময় পর চলতি মাসেই বিশ্বের অন্যান্য দেশে উন্মোচন হতে যাচ্ছে স্মার্টফোনটি। শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘সেপ্টেম্বরেই বিশ্ববাজারে উন্মুক্ত করা হবে শাওমি মিক্স ফ্লিপ। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।…