‘সেন্সর’ শব্দ বাদ দিয়ে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ হচ্ছে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ হবে। আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ সেন্সর বোর্ড ও জুরিবোর্ডের মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, সিনেমা ব্যবসায়ীদের যেন আর্থিক ক্ষতি না হয়, সে জন্য আপত্কালীন একটা সেন্সর বোর্ড তৈরি করা হয়েছিল। এটি নাম এখন ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ’ হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সেন্সর বোর্ডের কমিটিতে সেন্সরবিরোধী মানুষদেরই আমরা আহ্বান করেছি।’ তথ্য উপদেষ্টা বলেন, আইন ও বিধি নিয়ে পর্যালোচনা করা হবে। সেন্সর বোর্ড নিয়ে একটি গেজেট হয়েছিল, কিন্তু তার বিধিমালা ছিল না। এ ক্ষেত্রে এখন ‘সেন্সর’ শব্দ বাদ দিয়ে ২০২৩ সালের আইন দ্রুততম সময়ে প্রজ্ঞাপন দিয়ে কার্যকর করা হবে।

প্রচুর সিনেমা এখনো মুক্তি দেওয়া বাকি আছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সিনেমা মুক্তির সুবিধার্থে দ্রুততম সময়ে আইন নিয়ে কাজ করা হবে, যা প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক হবে না।

উপদেষ্টা বলেন, এ আইন করার সময় অংশীজনদের সঙ্গে আলোচনা করে সার্বিক প্রস্তাব নিয়ে নতুনভাবে কাজ করা হবে। আজকের মতবিনিময় সভায় বাংলাদেশ সেন্সর বোর্ড ও জুরিবোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
URL has been copied successfully!